১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সদস্য অন্তভর্ক্তির ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা

বন্ধুযোগ এর সদস্য হওয়ার যোগ্যতা:

সম্পূর্ণ গঠনতন্ত্র ভালোভাবে পড়ার জন্য অনুরুধ করা হলো এবং  গঠনতন্ত্রের অনুচ্ছেদ ০৮ (আট) এ সদস্য হওয়ার
যোগ্যতা উল্লেখ করা আছে।

সদস্যের ক্যাটাগরি সম্পর্কে

বিবরণএককালীন আবেদন ফিবাৎসরিক সদস্যের চাঁদার পরিমান
(সদস্যের সুবিধা অনুযায়ী মাসিক ফি/ত্রৈমাসিক মাসিক/ষাণ্মাসিক ফি/বাৎসরিক ফি উন্মুক্ত প্রদান করতে পারবে)
পৃষ্ঠপোষক সদস্য২৫,০০০/- উন্মুক্ত
প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য৫,০০০ /-৫,০০০ /-
আজীবন সদস্য:৩,০০০/-১,৮০০ -/
সস্মানিত সদস্য:১,৫০০/-১,৫০০/-
সাধারণ সদস্য: ১,০০০/-উন্মুক্ত

অনলাইনে সদস্য ফরম পূরণের নিয়মাবলী:

(১)  ব্যাংক

(২) বিকাশ/রকেট/নগদ পারসোনাল:

০১৬৭২-৬২৯১৭০
০১৭৩২-১০৬২৪১
০১৭২২-০৭৮৯১২

সদস্য হতে বা অন্য কোন তহবিল হতে বন্ধুযোগ এর ফান্ডে জমাকৃত টাকা কোনভাবেই ফেরত যোগ্য নহে।

(উপরের সকল তথ্য পড়ে/বুঝে এবং পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন ক্লিক করুন, অসম্পূর্ণ আবেদন কোন কনফার্মেশন ছাড়া বাতিল বলে গণ্য হবে)

প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্যের সংখ্যা
0
আজীবন সদস্যের সংখ্যা
0 +
সন্মানিত সদস্যের সংখ্যা
0 +
দাতা সদস্যের সংখ্যা
0 +
সাধারণ সদস্যের সংখ্যা
0 +
সকল সদস্যের সংখ্যা
0 +

সাধারণ সম্পাদকের বাণী

আমাদের প্রিয় সংগঠনটি গঠনের পেছনে যে মূল অনুপ্রেরণা কাজ করেছে, তা হলো সমাজ, দেশ এবং মানুষের কল্যাণে একত্রিত হয়ে কিছু করা, কিছু গড়া। বন্ধুদের আন্তরিক চেষ্টায় এবং ঐকান্তিক আগ্রহে আমরা একটি স্বপ্নের যাত্রা শুরু করেছি, যার প্রতিটি ধাপ আমরা একসাথে এগিয়ে নিতে চাই।

আমরা বিশ্বাস করি—সঠিক পরিকল্পনা, একাগ্রতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও ন্যায্য সমাজ গড়ে তোলা সম্ভব। এই ওয়েব পোর্টাল হবে আমাদের স্বপ্ন ও কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম, যেখানে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, জানবেন আমাদের গল্প, এবং হয়ে উঠবেন পরিবর্তনের সহযাত্রী।

একটি সংগঠন কখনই একক কারও দ্বারা এগিয়ে যেতে পারে না। এটি একটি সম্মিলিত পথচলা, যেখানে প্রত্যেক সদস্যই একেকজন স্বপ্নবাহক। বন্ধু যোগ তার জন্মলগ্ন থেকেই সেই সম্মিলিত চেতনার প্রতিফলন ঘটিয়ে চলেছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান, এমন কিছু নিবেদিতপ্রাণ মানুষকে পাশে পেয়েছি, যারা নিজেদের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যেও সমাজের জন্য কিছু করতে উদ্যমী।

সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ – সংগঠনের স্বপ্ন, উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি সদস্যের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও দায়িত্ববোধ সৃষ্টি করতে। আমাদের এই প্ল্যাটফর্মটি হবে মনের ভাব প্রকাশের জায়গা, কর্মপরিকল্পনার ভিত্তি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক।

আমি আশা করি, আমরা সকলে মিলে এই সংগঠনকে এমন একটি উচ্চতায় পৌঁছাতে পারব, যেখানে মানবতার জয় হবে, এবং আমরা একটি আলোকিত সমাজ গড়ার অংশ হতে পারব।

আপনাদের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা। চলুন, আমরা সবাই মিলে স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি এবং বাস্তবায়ন করি।

রুমান কবীর পারভেজ
সাধারণ সম্পাদক
বন্ধুযোগ

সভাপতির বাণী

নেত্রকোনা জেলার আমাদের প্রিয় সংগঠন “বন্ধুযোগ’’, ২০০৩ সাল থেকে একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক, গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সংগঠন হিসেবে যে যাত্রা শুরু করেছিল আজ তা পরিণত হয়েছে আস্থা, ভাতৃত্ব সৌহার্দ্য এবং বন্ধুত্বের এক উজ্জ্বল প্রতীকে।

আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল বন্ধুদের, যারা এই দীর্ঘ পথচলায় নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের পাশে ছিলেন। তাদের অবদান আমাদের স্মরণে থাকবে চিরকাল। আমি গভীর শ্রদ্ধা ও দোআ জানাই তাদের জন্য, যে সকল বন্ধুদের পিতা-মাতা আজ আমাদের মাঝে নাই। আল্লাহ্ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমাদের মাঝে যারা আগামীতে নেতৃত্বে এগিয়ে আসবে, এবং সামনে যেসকল বন্ধুগণ আমাদের বন্ধুযোগ সংগঠনে সংযুক্ত হবে আমি তাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। আশা করি তারা বন্ধুযোগের আদর্শ, ঐতিহ্য ও সেবার ধারাবহিকতা বজায় রেখে সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমাদের সংগঠনের কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য, আমরা আপনার সদয় সহযোগিতা এবং উৎসাহী সমর্থনের জন্য উন্মুখ।

পরিশেষে আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এ প্রিয় “বন্ধুযোগ’’ সংগঠনের কল্যাণ, ঐক্য ও উন্নতি অব্যাহত রাখেন।

বন্ধন থাকুক অটুট, বন্ধুত্ব থাকুক চিরন্তন।

প্রকৌশলী মোহাম্মদ বেনজীর হোসেন খান
সভাপতি
বন্ধুযোগ