লক্ষ্য ও উদ্দেশ্য
- বন্ধুযোগ সংঘ শুধুমাত্র নেত্রকোনা জেলার, গ্রামে/ ইউনিয়নে/উপজেলায় সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে।
- আমাদের সকল সদস্যদের ও তাদের পিতা-মাতার জন্য বছরে একবার কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা।
- সৃষ্টিশীল, সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষ্যে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন:- বিতর্ক প্রতিযোগীতা, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা।
- ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে বা বিপদে সর্বাত্মক সহযোগিতা করা।
- গরিব ও দুস্থএতিম ছাত্র-ছাত্রীদের কে সর্বাত্মক সহযোগিতা করা।
- পথ শিশুদের কল্যাণে কাজ করা।
- মানবতার কাজকে এগিয়ে নেওয়া।
- সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা, অংশগ্রহন ও উৎসাহ প্রদান করা।
- বিনমূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষুপরিক্ষা ক্যাম্পেইন করা।
- সদস্যদের বিনামূল্যে রক্তদান করা ও রক্তদান কর্মসূচী পালন করা।
- উপরে উল্লেখিত উদ্দেশ্য ছাড়াও সংগঠনের কার্যকরী কমিটির কমপক্ষে ০৬ জন সদস্যের লিখিত স্বাক্ষর সহ সিদ্ধান্তক্রমে সংগঠনের উন্নয়নকল্পে জাতীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ সময়োপযোগী সমন্বিত ও সম্পূরক কর্মসূচী গ্রহন করা হবে। যেমন:-
- ক. আমাদের সদস্যদের মধ্যে যেকোন ধরনের সমস্যায় সার্বিকভাবে সহযোগীতা করা।
- খ. বেকারত্বদূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টি।
- গ. ক্ষুদ্রঋণ সহায়তা (সুদমুক্ত) |
- ঘ. সব ধরণের সামাজিক অনুষ্ঠান, জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালন করা।
- ঙ. বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা।
- চ. প্রাকৃতিক দূর্যোগে সহযোগিতা করা
- ছ. বিনোদনমূলক কর্মসূচী গ্রহণ করা।
- জ. যুবকদের সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করা।
- ঝ. সকল সদস্যদেরকে নিয়ে পূর্ণমিলনীর আয়োজন ও খেলাধুলা করা।
- ঞ. অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সুসর্ম্পক বজায় রাখা।