সদস্য অন্তভর্ক্তির ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনা
বন্ধুযোগ এর সদস্য হওয়ার যোগ্যতা:
সম্পূর্ণ গঠনতন্ত্র ভালোভাবে পড়ার জন্য অনুরুধ করা হলো এবং গঠনতন্ত্রের অনুচ্ছেদ ০৮ (আট) এ সদস্য হওয়ার
যোগ্যতা উল্লেখ করা আছে।
সদস্যের ক্যাটাগরি সম্পর্কে
বিবরণ | এককালীন আবেদন ফি | বাৎসরিক সদস্যের চাঁদার পরিমান (সদস্যের সুবিধা অনুযায়ী মাসিক ফি/ত্রৈমাসিক মাসিক/ষাণ্মাসিক ফি/বাৎসরিক ফি উন্মুক্ত প্রদান করতে পারবে) |
---|---|---|
পৃষ্ঠপোষক সদস্য | ২৫,০০০/- | উন্মুক্ত |
প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য | ৫,০০০ /- | ৫,০০০ /- |
আজীবন সদস্য: | ৩,০০০/- | ১,৮০০ -/ |
সস্মানিত সদস্য: | ১,৫০০/- | ১,৫০০/- |
সাধারণ সদস্য: | ১,০০০/- | উন্মুক্ত |
অনলাইনে সদস্য ফরম পূরণের নিয়মাবলী:
- সদস্য অন্তর্ভূক্তির জন্য প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন ফি বাবদ সাধারণ সদস্য: ১০০০/-, সন্মানিত সদস্য: ১৫০০/-, আজীবন সদস্য: ৩০০০/-, প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য: ৫০০০/- এবং পৃষ্ঠপোষক সদস্য ২৫০০০/- বা তদুর্দ্ধ টাকা ব্যাংক/বিকাশ/রকেট/নগদ-এ নিন্মোক্ত নম্বরে প্রেরণ করতে হবে।
- বিকাশ/রকেট/নগদ-এ টাকা প্রেরণের ক্ষেত্রে অবশ্যই ক্যাশ আউট চার্জ সহ প্রেরণ করতে হবে।
- বিকাশ/রকেট/নগদ-এ টাকা প্রেরণের পর মোবাইল ওয়ালেটের ট্রানজেকশন নম্বরটি [(নমুনা): 71CSGYGP (bKash, Nagad) / 3299997345 (Rocket)] পরবর্তী ধাপে প্রদানের জন্য সংগ্রহ বা কপি করে রাখতে হবে। ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করলে টাকা জমার রশিদ এর ছবি মোবাইলে/কম্পিউটারে সংরক্ষণ করে রাখুন। প্রয়োজনে আমাদের ফেইসবুক পেজে মেসেজ দিয়ে রাখতে পারেন (আমাদের ওয়েব সাইটের উপরে বাম পাশে ফেইসবুক আইকনে ক্লিক করলে ফেইসবুক পেইজে প্রবেশ করতে পারবেন)
- যে মাধ্যমে টাকা প্রেরণ করবেন
(১) ব্যাংক
(২) বিকাশ/রকেট/নগদ পারসোনাল:
০১৬৭২-৬২৯১৭০
০১৭৩২-১০৬২৪১
০১৭২২-০৭৮৯১২
- সঠিক তথ্য দিয়ে পরিপূর্ণভাবে ফরম পূরণ করুন।
- আপনার ছবি, পিতা-মাতার ছবি সংযোগ করতে হবে।
- অসম্পূর্ণ ফরম জমা দেওয়া যাবে না।
সদস্য হতে বা অন্য কোন তহবিল হতে বন্ধুযোগ এর ফান্ডে জমাকৃত টাকা কোনভাবেই ফেরত যোগ্য নহে।
(উপরের সকল তথ্য পড়ে/বুঝে এবং পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন ক্লিক করুন, অসম্পূর্ণ আবেদন কোন কনফার্মেশন ছাড়া বাতিল বলে গণ্য হবে)
প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্যের সংখ্যা
0
আজীবন সদস্যের সংখ্যা
0
+
সন্মানিত সদস্যের সংখ্যা
0
+
দাতা সদস্যের সংখ্যা
0
+
সাধারণ সদস্যের সংখ্যা
0
+
সকল সদস্যের সংখ্যা
0
+